মহেশপুর সীমান্তে বিজিবির কাছে ৭ বাংলাদেশিকে হস্তান্তর

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:০৪ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে অবস্থানকারী সাত বাংলাদেশিকে ফেরত দিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

এক বিজ্ঞপ্তিতে বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা কিছুদিন ধরে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে বসবাস করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরার পথে বিএসএফ তাদের আটক করে এবং বাগাডাঙ্গা বিওপিকে বিষয়টি জানায়। পরে সীমান্ত পিলার ৬০/৩৭-আর-এর কাছে দুই দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে শূন্য রেখায় তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিআরইউ