দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:৩৯ পিএম

দিনাজপুর জেলা কারাগারে শামছুল হক মন্ডল (৪৬) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। 

বুধবার ভোর সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার মো. মতিয়ার রহমান জানান, ভোর সোয়া ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামছুল হক। তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শামছুল হক মন্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়া গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়ের করা ২০১২ সালের ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ’ এবং ২০১৪ সালের আরেকটি মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এছাড়া তার নামে আরও একটি মামলা চলমান রয়েছে।

২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ