জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় "জুলাই পুনর্জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে জুলাই আন্দোলনের যোদ্ধা, শহিদ ও আহতদের পরিবারবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফিতা কেটে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করা হয়। ম্যারাথন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুচিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইএইচ