নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে জেলা শহরের রাজুর বাজার এলাকায়।
মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির জিআরপি সদস্য মো. আঙ্গুর মিয়া জানান, সকাল ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভোর আনুমানিক ৪টার দিকে মোহনগঞ্জগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
পরিচয় শনাক্তের জন্য মরদেহটি নেত্রকোণা সাতপাই রেলওয়ে স্টেশন চত্বরে রাখা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ইএইচ