ফেনী শহরের ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল আজিজ প্রমুখ।
জানা গেছে, মুক্ত বাজার এলাকায় প্রায় ৪০ বছর ধরে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ১ হাজার ৬০০ স্কয়ার ফুট জায়গায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
২০২৪ সালের ৩৬ জুলাই অনুষ্ঠিত ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নির্মাণ কার্যক্রম তদারকি করছে ফেনী জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের মালিকানাধীন জমিতে অস্থায়ী কাঁচা বাজার পরিচালিত হয়ে আসছিল। সেই জায়গাকেই স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমার সংবাদকে জানান, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি অম্লান রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনীতেও এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যেই নির্মাণকাজ শেষ করা হবে।”
ইএইচ