মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শিবচর পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা (নুরুদ্দিন মোল্লা)।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপি নেতা মো. সবুর গোমস্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পৌর বাস টার্মিনাল থেকে বের হয়ে ৭১ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়।
ইএইচ