সবুজ পল্লবে শহীদদের স্মরণ, কুড়িগ্রামে কৃষকদলের বৃক্ষরোপণ

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:৩২ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রায়—সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ এই স্লোগানে রোববার দুপুরে জেলা শহরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে জেলা কৃষকদল।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন জেলা বিএনপির নেতারা। পরে বিদ্যালয় চত্বরে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, জেলা কৃষক দলের সভাপতি রুকুনুজ্জামান রুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইদ্রিস আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকরা জানান, শহীদদের স্মৃতিকে বুকে ধরে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে।

বিআরইউ