রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক ‘গণধর্ষণ’ মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. রাজা (২৭)–কে ফরিদপুর শহরের গজারিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া রাজা রাজবাড়ী সদর উপজেলার বড়দোয়াল গ্রামের মো. নিলুর ছেলে।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা শামীম হাসান সরদার আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা রাজার অবস্থান শনাক্তে র্যাবের কাছে সহযোগিতা চান। এরপর প্রযুক্তির সহায়তায় তাকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গজারিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ মে সন্ধ্যায় এক তরুণী (২২) ও তার বান্ধবীকে রাজা ও তার বন্ধু রিয়াজ মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যান। সেখান থেকে রাত ১০টা ৩০ মিনিটের দিকে ভিকটিমকে মোহাম্মদপুর গ্রামের একটি কলাবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরদিন (২৯ মে) ভিকটিম নিজেই রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলা নম্বর ৪৩/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় দায়ের হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরইউ