সারা দেশের মতো রাঙামাটি পার্বত্য জেলাতেও ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ কর্মসূচির অংশ হিসেবে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আয়োজনের সঙ্গে ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে রাঙামাটির অংশগ্রহণকারীরাও শপথ পাঠে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে এমন কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জুলাই আন্দোলনের কর্মী, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিআরইউ