নেত্রকোণায় বাবরকে নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য: বিএনপির বিক্ষোভ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৩:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

রোববার সন্ধ্যায় জেলা বিএনপির নেতাকর্মীরা ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস. এম. মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।

এর আগে বাবরের নিজ উপজেলা মদনেও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ইএইচ