শরীরে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ৪ লাখ টাকা চুরি, দুই বছর পর পিবিআই’র রহস্য উদঘাটন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১১:৪৭ পিএম

ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরির ঘটনার দুই বছর পর মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 রাজধানীর চকবাজার এলাকা থেকে ২৯ জুলাই গ্রেপ্তার করা হয় মো. হান্নান মিয়াকে। সে ঢাকার কোতোয়ালি থানার মৃত আলী মিয়ার ছেলে।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুরে শামছুল আলম নামের এক ব্যক্তি পূবালী ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে জনতা ব্যাংকে লেনদেন শেষে প্রিন্টিং প্রেসের সামনে গেলে তার শরীরে ময়লা ছিটিয়ে দেন অজ্ঞাত কয়েকজন। এ সময় জামা পরিষ্কার করতে গেলে পাশেই রাখা টাকার ব্যাগ চুরি হয়ে যায়।

ঘটনার পর থানায় মামলা হলেও পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। এরপর সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হান্নানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পিবিআই জানায়, জনবহুল এলাকায় দিনে-দুপুরে সংঘটিত অভিনব চুরির ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। দীর্ঘ তদন্তে অবশেষে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

ইএইচ