নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালঞ্চি বাজারে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে এই অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার পৌর এলাকার মালঞ্চি বাজারে শনিবার সাপ্তাহিক হাটে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সহযোগিতায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে ওই খুচরা বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মাছগুলো জব্দ করে দুটি এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, “বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের নেতৃত্বে আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৩ ও বিধি ১৮ লঙ্ঘনের জন্য ৫(১) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মাছ মৎস্য আইনের ১০(১) ধারা অনুযায়ী উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া ও গালিমপুর ইউনিয়নের দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, “আফ্রিকান মাগুর একটি রাক্ষুসী মাছ, যা অন্যান্য জলজ প্রাণী খেয়ে পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করে। এজন্য বাংলাদেশে এই মাছের চাষ, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।”
ইএইচ