বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সিংগাইরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:৪২ পিএম

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সিংগাইর কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’–সহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে সিংগাইর কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি সহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মো. ইস্রাফিল, যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন, এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. বদরুল আলম কিবরিয়া। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.এস.এম কামরুজ্জামান টিপু, মহিলা বিষয়ক সম্পাদক সালেহা বেগম, সদস্য মোসলেম উদ্দিন টিপু, মাহফুজ আহমেদ, নতুন কুড়ি কিন্ডারগার্টেনের স্বত্বাধিকারী শেখ আব্দুস সোবহান, এবং সোলারিয়াম কিন্ডারগার্টেনের পরিচালক আজিজুল হক টিক্কা।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর দেশে আর কোনো বৈষম্য থাকা উচিত নয়। অথচ সরকারের উপদেষ্টারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন। 

কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিপত্রে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, যা বৈষম্যের জন্ম দিয়েছে।

তারা অভিযোগ করেন, বৃত্তি শুধু অর্থ সহায়তা নয়, এটি শিক্ষার্থীর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণার প্রতীক। বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করলে তারা মানসিকভাবে হতাশায় পড়বে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।

প্রধান উপদেষ্টার প্রতি তাদের আবেদন, দেশের জনগণ তার প্রতি আস্থাশীল। তাই বৈষম্যমূলক এই পরিপত্র বাতিল করে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস দেওয়ান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নাসির, দপ্তর সম্পাদক মো. আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক শারমিন আকতার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আফসার উদ্দিন, ক্রীড়া সম্পাদক শামীম হোসেন, সদস্য ইখলাস উদ্দিন ও মো. নুরুজ্জামানসহ উপজেলার অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ