টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে কাকলি (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার সকালে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত কাকলির বাড়ি উপজেলার ইছাদিঘী ইউনিয়নের আতিয়াপাড়া গ্রামে। তিনি স্বামী মেহেদী হাসান ও দুই সন্তানসহ জেলখানা মোড়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাকলি ও মেহেদীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির একপর্যায়ে মেহেদী মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মেহেদী পালিয়ে যান।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।"
ইএইচ