চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ, জলাবদ্ধতায় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:৫৩ এএম

চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টিতে নগরীর দুই নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সড়কের একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

দেখা যায়, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

এদিকে টানা বৃষ্টিতে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

রাহাত্তারপুল এলাকার আরেক বাসিন্দা বলেন, রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা। অফিসে যারা যাচ্ছেন তারা জুতা হাতে নিয়ে বের হচ্ছেন। গাড়িও পাওয়া যাচ্ছে না, পেলেও ভাড়া বেশি। এই ভোগান্তি জন্ম থেকেই দেখছি।

জেএইচআর