পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ডুবে যাওয়া একটি মাছধরা ট্রলার ও এক জেলের মৃতদেহ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় ট্রলারটি ভেসে আসে।
নিহত জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। মৃতদেহটি শনাক্ত করেন তার জামাতা মোহাম্মদ সাগর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। ট্রলারডুবির ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এরপর ১ আগস্ট সৈকতের মীরা বাড়ি পয়েন্টে নজরুল ইসলাম নামের এক জেলের মৃতদেহ ভেসে আসে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জেলে।
স্থানীয় জেলে সোহেল জানান, ট্রলারটি সৈকতের কিনারায় ভেসে আসলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি কাত হয়ে গেলে ভিতরে থাকা মৃতদেহটি বাইরে বেরিয়ে আসে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মৃতদেহসহ ট্রলারটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইএইচ