গ্যাস বিস্ফোরণে সন্তানের পর আড়াই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:৫৬ পিএম

গাজীপুরের পূবাইল থানার মিরেরবাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চার মাস বয়সী সন্তানের মৃত্যুর পর আড়াই ঘণ্টার ব্যবধানে তার বাবা ও মাও মারা গেছেন।

নিহতরা হলেন মো. রিপন (২৬), তার স্ত্রী মোছা. হাফিজা আক্তার (২০) এবং তাদের চার মাস বয়সী শিশু রায়হান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রোববার সকালে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে আনা হলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। এরপর ৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে হাফিজা এবং ৭ আগস্ট ভোররাত সাড়ে ৪টার দিকে রিপন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাফিজার শরীরের ৭৫ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

মাত্র চার দিনের ব্যবধানে একটি পরিবার সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায়।

মৃত হাফিজার দাদা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল গনি জানান, রাতে হাফিজার মৃত্যু হয় এবং ভোরে মারা যান রিপন। সকালে ঢাকায় তাদের বন্ধুদের উদ্যোগে জানাজা সম্পন্ন হয় এবং বিকেলে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

উল্লেখ্য, গত রোববার সকালে গাজীপুরের টঙ্গীর মিরেরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হন এবং তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইএইচ