সন্দ্বীপে ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৩:০৮ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য শরাফত আলী শামীমকে (৪৯) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাত আনুমানিক ৪টা ২৫ মিনিটে বাউরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আবুল হাসেম মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরাফত চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ৩নং ওয়ার্ডের আবুল হাসেম মাস্টারের ছেলে শরাফত আলী শামীম।

পুলিশ জানায়, শরাফতের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চারটি ডাকাতির মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য হিসেবে ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক বিবৃতিতে বলেন,“শরাফত আলী শামীম একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অপরাধের মামলা রয়েছে। এবার মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়েছে। তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার ওপর দীর্ঘদিন নজরদারি চালানোর পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে।

জেএইচআর