টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করেছেন এডভোকেট জোবাইর আল-মাহমুদ রিজভী।
বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুরের কলেজপাড়া এলাকায় কল্লোল সিনেমা হলের উত্তর পাশে ময়মনসিংহ সড়কের ধারে নিজ রাজনৈতিক কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন।
রিজভী টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদের কনিষ্ঠ পুত্র।
তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. সাইফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, রিজভীর বন্ধু-বান্ধব ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ইএইচ