শেখ মুজিবের শাহাদাৎবার্ষিকীতে রান্না করা খাবার পুলিশ হেফাজতে

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:৫৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে দোয়া-মাহফিলের জন্য রান্না করা খাবার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের বাসায় এ ঘটনা ঘটে।

মফিজুল ইসলাম খান কামাল বলেন, “বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নন; তিনি বাঙালি জাতির জনক। তার শাহাদাৎবার্ষিকী পালন করতে আমার স্বাধীনতা আছে। শুক্রবার সকালে আমার বাসায় কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও আলোচনা সভা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, দুপুরে দোয়া মাহফিলের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছিল। এ সময় মানিকগঞ্জ সদর থানার পুলিশ এসে রান্নার আগুন পানি দিয়ে নিভিয়ে দেন। পরে পুলিশের অনুরোধে খাবার রান্না করা হলেও, পুলিশ সেই রান্না করা খাবার হেফাজতে নিয়েছে।

বিকেলে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে লিখেছেন, “১৫ আগস্ট, জাতীয় শোক দিবস-২০২৫, নৈতিক দায়িত্বে পালন করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন। সকালেই কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন ছিল কাঙ্গালী ভোজের; বাকিটা ইতিহাস।”

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. আমানউল্লাহ জানিয়েছেন, “উপরের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। রান্না করা খাবার পুলিশ হেফাজতে রয়েছে।”

ইএইচ