সিদ্ধিরগঞ্জে জনি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৮:৫৯ পিএম

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মাকসুদুল হাসান জনি হত্যার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এ সময় তারা সিদ্ধিরগঞ্জ থানার ওসি সহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার ও খুনিদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। 

বিক্ষোভে নিহতের পিতা শুক্কুর আলী, স্ত্রী ইভা আক্তারসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকেলে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাদের ব্যানারে মহাসড়কের সানারপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মহাসড়ক অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এসময় অংশগ্রহণকারীরা জনি হত্যার রহস্য উদঘাটন, খুনিদের ফাঁসি, এবং ওসি সহ তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিহতের স্ত্রী ইভা আক্তার বলেন, “জনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম, সেকেন্ড অফিসার মাহবুব হাসান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমানকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

এ দাবিতে আজকের এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।”

ইএইচ