নান্দাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:০০ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার হরিপুর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের সামনে হরিপুর-বাকচান্দা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা জানান, বিদ্যালয়ে যাতায়াতের পথে ছাত্রীদের প্রায়ই ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে। 

সম্প্রতি স্থানীয় এক কিশোর (১৬) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে উপস্থিতরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারমিনা আক্তার লাভলী, শিক্ষক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান সুমন এবং বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন।

বক্তারা আরও জানান, যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণের প্রস্তুতি রাখবেন।

ইএইচ