পাটগ্রাম সীমান্তে দুই পঙ্গু ব্যক্তিকে ঠেলে পাঠাল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৬:০৪ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে রোববার রাতে দুই পঙ্গু ব্যক্তিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি নিশ্চিত করেছে বিজিবি ও স্থানীয় সূত্র।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে পাঠানো ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে। 

আটক ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্তারকোনা গ্রামের ছাবির উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৫০), যার ডান পা হাঁটু পর্যন্ত নেই, নড়াইল জেলার কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে রানু মোল্লা (৬০), যার ডান হাতের কব্জি থেকে আঙ্গুল কাটা।

তাদের ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশের প্রধান পিলার ৮৪৫ নম্বর সীমান্ত দিয়ে ভারতের কোচবিহার রাজ্যের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্প থেকে। 

খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরের প্রধানপাড়া এলাকা থেকে তাদের আটক করে। পরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটকরা জানিয়েছেন, এক বছর আগে তারা অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ছিল।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "ভারত থেকে ঠেলে পাঠানো দুই ব্যক্তিকে বিজিবি আমাদের নিকট হস্তান্তর করেছে। তাদের আত্মীয়-স্বজনকে খবর পাঠানো হয়েছে। নাগরিকত্ব যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ