মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট) উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর, মেহেন্দিগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠান হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। এর আগে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে শেষ হয়। 

পরে মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ডাকবাংলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন- প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম জাকারিয়া, কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মো. এনামুল হক, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, কাপ জাতীয় মৎস্য চাষি মো. ইউছুব তালুকদার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির মেহেন্দিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম সৃষ্টি সময়ের দাবি। প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার রক্ষা ও জেলেদের সচেতনতার মাধ্যমে দেশীয় মাছের ভাণ্ডার সমৃদ্ধ করা সম্ভব। প্রধান অতিথি দেশীয় মাছ রক্ষায় সরকার ঘোষিত নিয়মনীতি মেনে চলা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ, কোস্টগার্ড সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় জেলে ও জেলে সমিতির সদস্যরা। পরে সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট ও অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মৎস্যজীবীদের অংশগ্রহণে ডাকবাংলা পুকুরে হাস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি।

ইএইচ