লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কুচলীবাড়ি ইউনিয়নের সিংগিমারি নদীর ডাহাটি এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে সিংগিমারি নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে সবুজ ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সবুজ ইসলাম জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।
অভিযানে পাটগ্রাম থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে একজনকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ