বোয়ালখালীতে পল্লী চিকিৎসককে জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৭:৫৫ পিএম

বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীকে মুচলেখা দিয়ে সতর্ক করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে জিএস স্টোর এর স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরীকে এবং মাস্টার মেডিকোর স্বত্ত্বাধিকারী রয়েল চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অনুযায়ী প্রতিজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীকে ভবিষ্যতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকার শর্তে মুচলেখা গ্রহণ করে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের স্টাফরা।

ইএইচ