রাঙামাটিতে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বিজয় সরণি থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজ হোসেন সুমন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান শাওনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এর আগে একই স্থানে নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল হোসাইন নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয় এবং তারা জেলা সমাবেশে অংশগ্রহণ করেন।
ইএইচ