মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, ময়মনসিংহে বাস চলাচল বন্ধ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৫:৫১ পিএম

ময়মনসিংহের মাসকান্দা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে সংঘটিত হয়।

সূত্রে জানা যায়, দেড় শতাধিক দুর্বৃত্ত নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ থাকে। জেলা মটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসকান্দা বাস কাউন্টারের এক কর্মকর্তা জানান, “দুপুরের দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টার ও ভিতরের অর্থ লুটপাট করে ভাঙচুর চালায়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টার ভেঙে দেয় এবং সেখানে স্লোগান দিতে থাকে, “আওয়ামীলীগ নেতা শামীমের কোন বাস চলবে না।” এতে কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। অগ্রিম টিকেট করা থাকা সত্ত্বেও তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

ঢাকাগামী যাত্রী মজিবুর রহমান বলেন, “আমি অগ্রিম টিকেট করেছিলাম। বাসস্ট্যান্ডে গিয়ে দেখি কাউন্টার ভাঙা। এখন বাস চলাচল বন্ধ থাকায় ঢাকায় পৌঁছাতে পারছি না।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “গত ৫ আগস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন, তারা এখনও সেখানে সক্রিয়। এ নিয়ে অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর চালিয়েছে। বিষয়টি সমাধানের জন্য মালিক সমিতি ও পুলিশ ঢাকায় যোগাযোগ করছে।”

মোটর মালিকরা বাস চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ইএইচ