যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

যশোর ব্যুরো প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৬:০০ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের আয়োজনকৃত বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে গবেষণা পুকুর সংলগ্ন রাস্তায় গিয়ে শেষ হয়। 

এরপর গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। শিক্ষার্থীরা রঙবেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। এই স্লোগান যেন দীর্ঘজীবি হয়, সেই প্রত্যাশা করি। এটি পূরণ করার দায়িত্ব তোমাদের। তোমাদের পরামর্শ ও দিক-নির্দেশনায় মাছ চাষীরা তাদের উৎপাদন বাড়াতে পারবে। দেশের দেশি মাছের উৎপাদন কমে আসছে। শিক্ষার্থীরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে মৎস্য চাষীদের সচেতন করতে পারে। এতে দেশের আমিষ চাহিদা পূরণ হবে এবং বিদেশে মাছ রপ্তানি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। আমরা ইতোমধ্যে সাতক্ষীরায় কোস্টাল অ্যান্ড ব্র্যাকিশওয়াটার সেন্টার স্থাপনের পরিকল্পনা করছি, যা সামুদ্রিক মাছ ও প্রাণিজ বিষয়ে গবেষণার সুযোগ দেবে।”

ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক অনুশ্রী বিশ্বাস, প্রভাষক শারমিন নাহারসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ