কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে সেলাই মেশিন বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৬:২১ পিএম

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।

মঙ্গলবার বিকেলে যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪০ জন দরিদ্র বেকার যুব মহিলাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের পরে সেলাই মেশিন প্রদান করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তানজির ইসলাম সভাপতিত্ব করেন। 

এতে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যাত্রাপুর চেয়ারম্যান আব্দুল গফুর ও ঘোগাদহ চেয়ারম্যান আব্দুল মালেক।

সেলাই মেশিন বিতরণের মাধ্যমে জেলা পরিষদ ওই এলাকার নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে।

ইএইচ