টাঙ্গাইলে তুলার বস্তা থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৬:৩৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। 

এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। এর মধ্যে আমিনুল ট্রাকচালক, বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদক কারবারিরা হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৩টায় এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার মধ্যে থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ