মিছিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, শেবাচিমে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বরিশাল ব্যুরো প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৭:০৬ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কার ও স্বাস্থ্য সিন্ডিকেট ভাঙার দাবিতে চলা ২৩ দিনের ছাত্র আন্দোলনের সময় এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার দুপুর ১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন।

শেবাচিমসহ সারা দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারীরা দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি শুরু করেন। পুলিশ মূল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হোসাইন আল সুহানকে গ্রেপ্তার করে এবং দুপুর ২টায় আদালতে সোপর্দ করা হয়।

এরপর দুপুর দেড়টার দিকে কোতয়ালী থানায় জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা থানায় ঘেরাও করার চেষ্টা করেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় পরিস্থিতি শান্ত হয়।

ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনকারীরা দুপুর ২টার পর নগর ভবনের সামনে অবস্থান নেন, যার ফলে ওই এলাকার যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়।

এদিকে দুপুর সাড়ে ১২টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন। এসময় তারা সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা ক্ষতিগ্রস্ত না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বড় ধরনের কর্মসূচি না নেয়া এবং আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন।

ইএইচ