সোনারগাঁয়ে নির্বাহী অফিসারদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০১:০৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৪ তম ফিট লিস্টভুক্ত উপজেলা নির্বাহী অফিসারগনের উপজেলা প্রশাসন সহ উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স এর উপজেলা সংযুক্তি কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংযুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও ফাইরুজ তাসনিম, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী আলমগির চৌধুরি প্রমুখ এসময় ৫৪ তম ফিট লিস্টভুক্ত উপজেলা নির্বাহী অফিসারগনদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী কার্যক্রম শুরু করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক সহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালনে বিভিন্ন নির্দেশনামূলক সহ মতবিনিয়ন করা হয়।

জেএইচআর