কিশোরগঞ্জের কটিয়াদীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকার ভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উসমান গনি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, প্যানেল চেয়ারম্যান আ. মতিন আসাদ, মহিলা মেম্বার মোছা. আলেয়া আক্তার, ইউপি সদস্য মতিউর রহমান, দিদারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান, সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করছি।
জেএইচআর