তিন দিনের ব্যবধানে কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৪০ পিএম

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৩ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ১৩ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা।

ইএইচ