শনিবার খোলা থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:৩৪ পিএম

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং পুঁজিবাজার খোলা থাকবে। ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবে সকল ধরনের লেনদেন সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ পৃথক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। তবে এই ছুটির পরিবর্তে ১৭ ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে সরকারি চাকরিজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১৭ মে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলবে। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পাবেন।

অন্যদিকে, ডিএসই সূত্র জানিয়েছে, ওই দিন শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

ইএইচ