অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “যতদিন আমরা ক্ষমতায় থাকব, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার অব্যাহত থাকবে।”
বুধবার রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, যেভাবে ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, এমন নজির পৃথিবীর আর কোনো দেশে নেই।”
তিনি আরও বলেন, “অন্য অনেক ব্যাংকে যখন নানামুখী অনিয়ম ও দুর্নীতি দেখা দিয়েছে, তখন কৃষি ব্যাংকের অবস্থা তুলনামূলকভাবে ভালো। কৃষি খাতে বিপ্লব ঘটাতে কৃষি ব্যাংকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে তিনি আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইএইচ