জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১১:০৪ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে গঠিত পরিবেশ পরিষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে বুধবার নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মতবিনিময় সভা শুরু হয়ে টানা ১০ ঘণ্টার সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন আজকের সভায় জাকসুর তফসিল ঘোষণার বিষয়ে একমত হয়েছে। আমরা আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করব।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটবে আজকের জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই হামলার বিচারের পাশাপাশি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাবি শাখা ছাত্রদলের প্রাণের দাবি জাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পূর্বনির্ধারিত সময়ে জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য জাবি ছাত্রদলের সব ধরনের প্রস্তুতি রয়েছে৷

তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই আগস্টে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং হামলার মদদদাতা ফ্যাসিবাদের দোসরদের এখনো বিচারের আওতায় এখনো আনতে পারে নি৷

তিনি আরও বলেন, এখনো বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত, ব্লকে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা হল গুলোতে অবস্থান করছে, ফ্যাসিবাদের দোসর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে৷ এই অবস্থাতে আমরা মনে করি সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না৷

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবি শাখা ছাত্র শিবিরের প্রচার ও অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাকসু বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবিরও দীর্ঘদিন ধরে এটি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

জাকসুর তফসিল ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আশা করি জাবি প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে সুন্দর পরিবেশে জাকসু নির্বাচন বাস্তবায়ন করার মাধ্যমে ৩২ বছরের অচলায়তন কাটিয়ে উঠবে বলেও তিনি জানান।

বিআরইউ