জাবি ছাত্রদলের উদ্যোগে ভ্যাকসিনেশন প্রোগ্রাম

জাবি প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:১৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পাশে এই কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত ৩১ দফা রোডম্যাপের ২৬ নম্বর দফা— “সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা”—এর আলোকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ প্রোগ্রামের আওতায় প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ধাপে মোট ৩০ হাজার ডোজ টিকা দেওয়া হবে।

প্রথম ধাপে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত ব্লাড স্যাম্পল স্ক্রিনিং এবং ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।

এ প্রসঙ্গে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রদলের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি হেপাটাইটিস বি থেকে সুরক্ষা নিশ্চিত করতে চাই। আমরা আশা করি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।”

ইএইচ