রাজধানীর সাত সরকারি কলেজ পরিচালনায় অবশেষে অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এই দায়িত্ব পালন করবেন। আগামীকাল (সোমবার) তার এ নিয়োগ কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকার সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে অধ্যাপক এ কে এম ইলিয়াসকে চুক্তিভিত্তিক ভিত্তিতে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। চুক্তির মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সাত সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু অধিভুক্তির পর থেকেই পরীক্ষা, ফলাফলসহ বিভিন্ন বিষয়ে সুশৃঙ্খল ব্যবস্থার অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি শুরু হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বারবার আন্দোলনে নামেন।
পরিস্থিতি মোকাবেলায় চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে নতুন কাঠামোতে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় "সেন্ট্রাল ইউনিভার্সিটি" নামে একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় কাঠামোর প্রস্তাব গৃহীত হয়। এর সদর দপ্তর স্থাপিত হবে ঢাকা কলেজে এবং সেখানেই একজন পরিচালক দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস বিসিএস শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচে ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ১৫ সেপ্টেম্বর পুনঃনিয়োগের মাধ্যমে তাকে ঢাকা কলেজের অধ্যক্ষ করা হয়।
ইএইচ