জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:৩১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি সদস্য সমাবেশে গোপন ব্যালটে তিনি সভাপতি নির্বাচিত হন।

একই সমাবেশে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি হিসেবে মনোনীত হন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদুর ইসলাম।

ছাত্রশিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি গঠিত কমিটিতে আসাদুল ইসলাম সভাপতি ও রিয়াজুল ইসলাম সেক্রেটারি ছিলেন। নতুন কমিটিতে সেক্রেটারি হওয়া আলিম পূর্বে সাংগঠনিক সম্পাদক এবং জাহেদ ছিলেন অফিস ও প্রচার সম্পাদক।

বিআরইউ