মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০১:৫৫ পিএম

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাস প্রদক্ষিণ করে জয়ধ্বনি চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘সন্ত্রাসীর বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে, কালো হাত গুঁড়িয়ে দাও’, ‘মিটফোর্ডে খুন কেন? ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাই মরলো কেন?’

সমাবেশে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহসিন হক শাহ বলেন, ‘আমরা এই দেশকে চাঁদাবাজদের হাতে ছেড়ে দিতে পারি না। বিএনপি এখনই লাগাম না টানলে বাংলার তরুণ সমাজ দাঁতভাঙা জবাব দেবে।’

আরিফ আহমেদ নামে অপর এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো টেকেনি। আজ যদি কেউ সেই ফ্যাসিবাদ পুনরায় কায়েম করতে চায়, তাহলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।

বক্তারা মিটফোর্ডের হত্যাকাণ্ডকে ‘মধ্যযুগীয় কায়দার বর্বরতা’ উল্লেখ করে বলেন, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় যুবদলের এক নেতার নাম উঠে এসেছে বলে জানা গেছে।

বিআরইউ