রাজধানীর চকবাজারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতা পদত্যাগ করেছেন।
শনিবার বিকালে ও শুক্রবার রাতে এই দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা দুই ছাত্রদল নেতা হলেন, দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পারভেজ রানা প্রান্ত ও আইন বিভাগের একই শিক্ষাবর্ষের রাকিবুল হাসান রানা।
ফেসবুক পোস্টে পারভেজ রানা প্রান্ত লিখেন, আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির "আহ্বায়ক সদস্য" পদ থেকে সরে দাঁড়াচ্ছি। সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তিবোধ করি। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে।
রাকিবুল হাসান রানা লিখেন, আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্ররাজনীতিতে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, তা এখনো চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে আমি চরমভাবে আশাহত ও মানসিকভাবে বিপর্যস্ত।
পারভেজ রানা প্রান্ত ও রাকিবুল হাসান রাকিব উভয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা উভয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বলেন, “ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা আমাদের মতামত জানিয়ে দিয়েছেন, এর বাইরে কিছু বলার নেই।”
বিআরইউ