সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর হলের মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের সম্মানিত ওয়ার্ডেন অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান, হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী বলেন, “আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেতা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি মা, বোন, অভিভাবক, গণতন্ত্রের বাতিঘর ও স্বাধীনতার অগ্রদূত। বিপদের ঝড়, কারাগারের অন্ধকার বা রোগ-ব্যথার কষ্টেও তিনি হার মানেননি। মানুষ ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। আজ আমরা তাঁর জন্মদিনে আল্লাহর কাছে সুস্থতা, দীর্ঘায়ু ও অদম্য শক্তি কামনা করি।”
হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ বলেন, “‘গণতন্ত্রের মা’ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও অর্থবহ করেছে। আমরা দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং এ জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
ইএইচ