বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ইফতার মাহফিলে রাষ্ট্রদূত

ঈদের পরে আবুধাবিতে জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে

সামসুর রহমান সোহেল, আরব আমিরাত প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৪:২৬ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হযেছে।

আবুধাবির বাংলাদেশ সমিতি মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার।

এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন দুতাবাস সচিব মাজহারুল ইসলাম, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন,জনতা ব্যাংক সিইও মোহাম্মদ কামরুজ্জামান। রোজার তাৎপর্ষ নিয়ে বক্তব্য রাখেন মাওলানা আলমগীর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ জামশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক গোলাম কাদের ইফতি আবু তাহের তারেক ,জোবাদুল করিম,সহ  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রাস্ট্রদূত যাকাত ও সরকারের ধার্য্যকৃত ট্যাক্স যথাসময়ে আদায় করার উপররগুরুত্ব আরোপ করেন।

তিনি ঈদের পরে আবুধাবিতে জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান।

পরে দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আরএস