শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইতালির প্রধান প্রধান বিমানবন্দরে চার ঘণ্টার সামগ্রিক কর্মবিরতি পালিত হয়।
রোম, মিলান (মালপেনসা ও লিনিয়াতে), ভেনিস, ফ্লোরেন্স এবং নেপলস বিমানবন্দরে কর্মরত জরুরি হ্যান্ডলার, নিরাপত্তা কর্মী এবং চেক‑ইন কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকদের প্রধান দাবি ছিল—কর্মপরিবেশে নিরাপত্তা নিশ্চিত করা, জীবনের মান উন্নয়ন এবং সঠিক চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান। যদিও কর্মবিরতির সময় ছিল মাত্র চার ঘণ্টা, এর প্রভাব ছড়িয়ে পড়ে সারাদিনজুড়ে, বিশেষ করে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে।
এই কর্মবিরতির কারণে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেকেই অভিযোগ করেন, ফ্লাইট পরিস্থিতি কিংবা বিকল্প ব্যবস্থা সম্পর্কে যথাযথ তথ্য না পাওয়ায় তারা ব্যস্ত টার্মিনালগুলোতে আটকে পড়েন।
ইতালির পরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে ফ্লাইট স্ট্যাটাস নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানায়।
এদিকে, স্প্যানিশ এয়ারলাইন্স ভলোটিয়ার পাইলট ও কেবিন ক্রুরাও একই সময়ে কর্মবিরতি পালন করেন, যার প্রভাব পড়ে স্পেন ও পর্তুগালেও। এর ফলে ইউরোপের কিছু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই অল্প সময়ের কর্মবিরতি সাময়িক হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। যাত্রীসেবা ও পর্যটন খাত ইতোমধ্যেই এর ধাক্কা খেতে শুরু করেছে।
ইএইচ