কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফিরলেন ৩৯ প্রবাসী

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ১১:৩০ এএম

অপরাধের সাজা শেষে কালো তালিকাভুক্ত হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ৩৯ প্রবাসী। অপরাধের ওপর নির্ভর করে কারও পাঁচ বছর আবার কারও চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ গতকাল বুধবার কালো তালিকাভুক্ত করে তাদের  বাংলাদেশে ফেরত পাঠান।

জানা যায়, বুধবার (২০ মার্চ) রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেরত পাঠানো ব্যক্তিদের ডিপার্টমেন্টের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদেরকে পাঁচ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়েছে তাদের।

বিআরইউ