যে কারণে এলেন মিথিলা

বিনোদন প্রতিবেদক  প্রকাশিত: মে ২৫, ২০২২, ০১:৫০ এএম

একটা সময় শুধু এই বাংলাদেশেরই জনপ্রিয় অভিনেত্রী, মডেল ছিলেন মিথিলা। তবে এখন তিনি দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী। সংসারের জন্য বছরের দীর্ঘ একটা সময় তাকে কলকাতাতেই থাকতে হয়। তবে সেখান থেকে এবার বেশ লম্বা বিরতি নিয়েই দেশে চলে এলেন মিথিলা। কেন এলেন? 

জবাবে মিথিলা জানালেন, সিনেমার শুটিংয়ে অংশ নিতে এবং অফিসের কিছু কাজ করতেই তিনি দেশে এসেছেন। মিথিলা এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমার শুটিং করছেন নেত্রকোনার দুর্গাপুরে। এই সিনেমায় তিনি কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন।

আবার সিনেমার কাজ শেষে তিনি অফিসের কাজ অর্থাৎ ব্যাকের কিছু কাজ আছে তা শেষ করে তিনি আগামী সপ্তাহে এক মাসের জন্য অফিসিয়াল কাজের জন্য চলে যাবেন তানজানিয়া ও ক্যানিয়া। সেখান থেকে এসে পরের মাসে চলে যাবেন আমেরিকা। সেখানে তার অভিনীত রাজশী দে পরিচালিত ‘মায়া’ সিনেমাটি বঙ্গ সম্মেলনে প্রদর্শন করা হবে। 

এদিকে আজ মিথিলার জন্মদিন। ‘কাজল রেখা’তে অভিনয়, সংসার জীবন, দেশে ঠিকঠাক মতো না থাকতে পারা, বাবা-মা, ভাই-বোনকে সময় দিতে না পারা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি তো অনেক আগে থেকেই নিজেকে গ্লোবাল সিটিজেন মনে করি। যে কারণে আমাকে বছরের নির্দিষ্ট একটি সময় অফিসের কাজেই দেশের বাইরে থাকতে হয়। আর এখন যেহেতু আমার সংসার কলকাতায়, তাই কলকাতাতেও অনেক সময় দিতে হয়। যে কারণে বাবা-মা, ভাই-বোনকে আগের মতো করে ঢাকায় নিজের মনেরমতো করে সময় দেয়া হয়ে ওঠে না। 

তবে আমার মেয়ে সব সময়ই আমার সঙ্গে থাকে। সে এখন কলকাতাতেই পড়াশোনা করছে। জন্মদিন নিয়ে এখন আর ছোটবেলার মতো করে উৎসবমুখর কোনো চিন্তা করি না। এখন আসলে কোনোরকমে দিনটি উদযাপন করতে পারলেই হয়। এখন যেহেতু কাজল রেখা সিনেমার সেটে আছি, তাই আমার কোনো পরিকল্পনা নেই। সেলিম ভাইয়ের নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। সেলিম ভাই খুব ভালো করে বুঝিয়ে দেন বিধায় চোখ বন্ধ করে অভিনয় করতে পারছি, নিজের চরিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। 

তবে কংকন দাসী চরিত্রটি একেবারেই আলাদা একটি চরিত্রে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’ মিথিলা ব্যাক’র ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপম্যান্ট’ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। কলকাতায় তার শেষ হয়ে যাওয়া সিনেমাগুলো হচ্ছে রাজশী দে’র ‘মায়া’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশ্রাস্ত্র’।