হিরো আলমকে তালাক দেওয়ার কারণ জানালেন রিয়া মনি

বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৩:৪৮ পিএম

গত কয়েক মাস ধরে আলোচিত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। সম্প্রতি হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।

আর এ ঘটনার পর হিরো আলমকে তালাক দিয়েছেন রিয়া মনি। গত কদিন ধরে এমনটাই দাবি করে আসছিলেন রিয়া মনি। তবে এই তালাকের বিষয়টি অস্বীকার করছিলেন আলম। তাই তালাকের প্রমাণ দিতে সংবাদমাধ্যমে তালাকের নোটিশের ছবি পাঠিয়েছেন রিয়া মনি।

গতকাল দেশের এক সংবাদমাধ্যমকে পাঠানো ওই নোটিশে দেখা যায়, চলতি মাসের সাত তারিখে দুটি কারণ দেখিয়ে স্বামী আশরাফুল হোসেন আলমকে সরকারিভাবে তালাকের নোটিশ পাঠিয়েছেন রিয়া মনি। আশরাফুল হোসেন আলমের নামে পাঠানো তালাকের নোটিশে লেখা হয়েছে দুই কারণ। প্রথম মত একাধিক বিয়ে । আর দিতিয়ত তার সাথে বনিবনা না হওয়া। 

তালাক প্রসঙ্গে রিয়া মনি বলেন, তালাকের কাগজটি আমি তাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। আইনিভাবে সবকিছু সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

তালাকের ঘটনা অস্বীকার করে হিরো আলম বলেন, রিয়া মনি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি ম্যাক্স অভি এবং রিয়া মনির নামে মামলা করব। আমার স্ত্রী হয়ে সে অনৈতিক সম্পর্ক করেছে অভির সঙ্গে, আমি তাদের হাতে-নাতে ধরেছি।

এদিকে, রিয়া মনির তালাকের ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন হিরো আলম। এমনকী আত্মহননের সিদ্ধান্তও নেন। 

এরআগে মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা।

তবে শেষ পর্যন্ত সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন হিরো আলম। পরিবার এবং সন্তানদের কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নেন। এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।

জেএইচআর