আটক সেনাদের বিচার নিয়ে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৭:৩৫ পিএম

যদি মারিউপোলের আজভস্টাল থেকে আটক সেনাদের কথিত বিচার শুরু করা হয় তাহলে ‘সব সীমা অতিক্রম’ হবে এবং রাশিয়ার সঙ্গে ‘পরবর্তীতে’ আলোচনার পথ বন্ধ হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

জেলেনস্কি জানিয়েছেন, মিডিয়ার মাধ্যমে তারা জেনেছেন, ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন মারিউপোলে আত্মসমর্পণকারী সেনাদের বিচার শুরু করা হবে।

রোববার (২১ আগস্ট) রাতে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ঘৃণ্য বিচার শুরু হয়, যদি সব চুক্তি ভঙ্গ করে আমাদের সেনাদের বিচারের মুখোমুখি করা হয়, সকল আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করা হবে।

তিনি আরও বলেন, এটি সীমা অতিক্রম হবে পরবর্তীতে আলোচনা সম্ভব হবে না।

জেলেনস্কি আরও হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে রুশ সেনারা ঘৃন্য হামলা চালানোর চেস্টা করবে।

২৪ আগস্ট নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। ১৯৯১ সালের এদিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। সূত্র: আল জাজিরা

এবি